Wellcome to National Portal
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২৩

সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ ২০২২


প্রকাশন তারিখ : 2023-02-01

গত ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুশীলন মাঠে সিপিপি, স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়।

সিপিপি স্বেচ্ছাসেবকগণ ঘূর্ণিঝড় মৌসুম ছাড়াও সারা বছর বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। তারা কোনরূপ প্রাপ্তির প্রত্যাশা ব্যতিরেকেই বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করে। একটি প্রণোদনা সমাবেশ তদেরকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে। পারস্পরিক ভাব বিনিময়, প্রতিযোগিতার মাধ্যমে দুর্যোগের সময় অনুসৃত বিভিন্ন কৌশল প্রদর্শন, বিনোদন ইত্যাদি অনুষঙ্গ নিয়ে এই প্রণোদনা সমাবেশ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রথম আয়োজন: প্রথম আয়োজন হিসেবে সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলাকে নির্বাচন করা হয়েছে। গত তিন বছর ধরে সবকয়টি ঘূর্ণিঝড় এই এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে এই এলাকার স্বেচ্ছাসেবকগণ মাত্রাতিরিক্ত পরিশ্রম করেছে। এই কারণে শ্যামনগরকে প্রথম ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে।

তারিখ: ১৪ ডিসেম্বর ২০২২

কার্যক্রম: দিনব্যাপী কর্মসূচি অনিুষ্ঠিত হয়েছে। মূল আয়োজনসমূহ নিম্নরূপ:

  • স্বেচ্ছাসেবক সমাবেশ
  • বহুমাত্রিক দুর্যোগ মহড়া
  • কসরত ও প্রতিযোগিতা (নারী ও পুরুষ পৃথক ইভেন্ট):
    • উদ্ধার দৌঁড় (কাঁধে মানুষ/ডামি নিয়ে)
    • উদ্ধার দৌড় (ডামিসহ স্ট্রেচার নিয়ে)
    • পানি থেকে উদ্ধার সাঁতার (কাঁধে ডামি নিয়ে)
    • নিরাপত্তা উপকরণ পরিধান করে কর্দমাক্ত/জলমগ্ন এলাকা অতিক্রম
  • সিপিপি সাংস্কৃতিক ইউনিট কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান
  • পুরষ্কার বিতরণী