ভৌগলিক অবস্থাঃ
ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ূর ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে এ দেশে দুর্যোগের মাত্রা ও তীব্রতা অনেক বেড়ে গেছে। এর ফলে আমাদের কষ্টার্জিত উন্নয়ন ব্যহত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, টর্নেডো ও ফসলের জমিতে লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের এ দেশটি সিসমিক জোনে অবস্থিত হওয়ায় বড় ধরণের ভূমিকষ্পেরও আশঙ্কা রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি, ঝুকিঁপূর্ণ দালানকোঠা নির্মাণের কারণে শহর ও নগর এলাকায় ভূমিকষ্পের বিপদাপন্নতা আরো বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, নৌকা বা লঞ্চ ডুবি প্রতিনিয়তই ঘটে চলেছে।