Wellcome to National Portal
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২৪

চলমান কার্যক্রম

২০২৩-২০২৪ অর্থ বছরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উল্লেখযোগ্য অপারেশনাল কার্যক্রম

 

▶        সিপিপির ৪২ টি উপজেলায় ৩৭৬ টি ইউনিয়নে ৬০০ টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৩৯০৫ জন স্বেচ্ছাসেবককে ২ দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়।

▶        সিপিপির নবগঠিত বিশেষায়িত দল (দ্রুত সাড়াদান ইউনিট, পানি থেকে উদ্ধার বিষয়ক ইউনিট এবং অতিজোয়ার মনিটরিং ও সাড়াদান ইউনিট) এর প্রশিক্ষণ প্রদান এবং ৬৫০০ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে  সাংকেতিক যন্ত্রপাতি ও স্বেচ্ছাসেবক গিয়ার সরবরাহ করা হয়েছে।

▶        দুর্যোগ প্রস্তুতিমূলক মাঠ মহড়া (৪২ টি উপজেলায় ৪২ টি মাঠ মহড়া এবং ভিআইপিদের উদ্দেশ্যে প্রদর্শনের নিমিত্ত ২ টি মাঠ মহড়াসহ) মোট ৪৪ টি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

▶        ইউনিয়ন/সিটি ভিত্তিক গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ৩৭৬ টি আয়োজন করা হয়েছে।

▶        সিপিপির ৪২ টি উপজেলায় ২ টি করে মোট ৮৪ টি উপজেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

▶        সিপিপির ৩৭১ টি ইউনিয়নে ২ টি করে মোট ৭৬৬ টি ইউনিয়ন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

▶        সিপিপির জোনাল কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা ও উপজেলা টিম লিডারদের অংশগ্রহণে ৭ (সাত) জোনে ৭ টি জোনাল সভা অনুষ্ঠিত হয়েছে।

▶        খেলায় খেলায় দুর্যোগ ঝুঁকিহ্রাস কল্পে স্কুল/কলেজ/মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সিপিপির ২১ টি উপজেলায় ২১ টি দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হবে। 

▶        সিপিপি কর্মকর্তা/কর্মচারীদের উদ্ভাবনী উদ্যোগ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার, ডাটাবেজ হালনাগাদকরণ ইত্যাদি বিষয়ক ( কুয়াকাটা) তে ১ টি সঞ্জীবনি প্রশিক্ষণ  আয়োজন করা হয়েছে।

▶        ১০ টি উপজেলায় সর্বমোট ১৭০০০ জন স্বেচ্ছাসেবকদের আইডি কার্ড প্রদান করা হবে।

▶        অসুস্থ ও দুর্যোগকালীন আহত/নিহত স্বেচ্ছাসেবকদের আর্থিক সহায়তা (যদি প্রয়োজন হয়) প্রদান করা।

▶        জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে উপজেলা ভিত্তিক ১০৩ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়েছে। তন্মধ্যে ৮৩ জন স্বেচ্ছাসেবককে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে এবং ২০ জনকে জাতীয়  দূর্যেোগ  প্রস্তুতি দিবসে পুরস্কার প্রদান করা হয়েছে

▶        সিপিপির ৭ জোনে ৭ টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৭২ জন এইচএফ/ভিএইচএফ অপারেটরদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

▶        সিপিপি ঢাকা প্রধান কার্যালয়ের ৩ জন এবং মাঠ পর্যায়ের ৬ জনসহ মোট ৯ জনকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান হয়েছে।

▶        ইউনিট/ইউনিয়ন/উপজেলা ভিত্তিক নারী স্বেচ্ছাসেবক নেতৃত্ব নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।

▶        ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৪২ টি উপজেলায় ৮৪ টি (প্রতি উপজেলায় ২ টি করে) এবং অতিরিক্ত প্রদর্শনের নিমিত্ত ৬ টি সহ মোট ৯০ টি ইউনিট টিম লিডারদের দিনব্যাপি ওয়ার্কসপ আয়োজন করা হয়েছে।

▶        নদী তীরবর্তী ৬ টি জেলায় (চাঁদপুর, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ঝালকাঠি) কর্মসূচির কার্যক্রম সম্প্রসারন, অবহিতকরন সভা/কর্মশালা আয়োজন করার কার্যক্রম চলমান রয়েছে।

▶        ২ টি দিবস (জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস) উদযাপনে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ (সদর দপ্তর ও মাঠ পর্যায়) নিশ্চিত করা হয়েছে।

▶        জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রদেয় বিভিন্ন সাংকেতিক যন্ত্রপাতি ও স্বেচ্ছাসেবক গিয়ার প্রদর্শনের নিমিত্ত ২ টি স্টল নির্মাণ করা হয়েছে।

▶        স্বেচ্ছাসেবকদের মধ্যে সরবরাহের নিমিত্ত ১০৫০ টি মেগাফোন, ১০৫০ টি হ্যান্ড সাইরেন, ৭০০০ টি সিপিপি ভেষ্ট, ৭০০০ টি Hardhat, ৭০০০ জোড়া গামবুট উন্মুক্ত দরপত্র আহবানের মাধ্যমে ক্রয় করে সরবরাহ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

 

 

বলপূর্বক বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের ক্যাম্পসমূহে সিপিপি

▶     দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিপিপি স্বেচ্ছাসেবকগণ প্রথম রেসপন্ডার হিসেবে যোগদান করে।

▶     প্রাথমিকভাবে তাবু নির্মাণ, খাদ্য বিতরণ, খাবার পানির সংস্থান, পথ প্রদর্শক, দোভাষী হিসেবে সিপিপি স্বেচ্ছাসেবকগণ কাজ করেন।

▶     প্রতিটি ক্যাম্পে ক্যাম্প ইনচার্জগণের সহায়তাকারী হিসেবে শুরু থেকে সিপিপি স্বেচ্ছাসেবকগণ নিয়োজিত ছিলেন।

▶     দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ক্যাম্পে ১০০ জন করে মোট ৩০০০ অস্থায়ী স্বেচ্ছাসেবক রোহিঙ্গা জনগোষ্ঠির মধ্য হতে নির্বাচিত করে প্রশিক্ষণ এবং ভলান্টিয়ার গিয়ার ও সাংকেতিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

▶     তিনটি বৃহৎ আকারের মহড়া এবং প্রতিটি ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠির স্বেচ্ছাসেবকগণের অংশ গ্রহণে ১টি করে মহড়া আয়োজন করা হয়েছে।

▶     উক্ত জনগোষ্ঠীর বোধগম্য ভাষায় আবহাওয়া সতর্কতা ও দুর্যোগ তথ্য প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

▶     প্রতিটি ক্যাম্পে দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ এবং ওয়্যারলেস স্টেশন স্থাপনের কাজ সমাপ্ত হয়ছে।

 

সিপিপি অর্জন

▶      সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনার একটি স্বীকৃত মডেল।

▶        লক্ষ মানুষের জীবন রক্ষার স্বীকৃতিস্বরূপ ’স্মিথ টুমসারক এওয়ার্ড-১৯৯৮ অর্জন।

▶        মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’চ্যাম্পিয়ন অব দি আর্থ’ সম্মাননা অর্জনের অন্যতম নেপথ্য সহায়ক।

▶        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩ নভেম্বর ২০১৬ তারিখে বাংরাদেশের কমিউনিটি বেইজড সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামকে ’গ্লোবাল বেষ্ট প্রাকটিস’ নামে অভিহিত করেন।

▶        উপকূলীয় জনগণ কর্তৃক সিপিপি-কে সাদরে গ্রহণ এবং স্বেচ্ছাসেবকগণের আন্তরিক সেবার কারণে সমাজে বিশেষ সম্মানজনক অবস্থান।

▶        নারীর ক্ষমতায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিকে জাতিসংঘ  থেকে জনপ্রশাসন পদক-২০২১ প্রদান করা হয়েছে

▶        নারী ক্ষমতায়ন ও বিপদসংকুল পরিস্থিতিতে কঠিন ও শ্রমসাধ্য সেবায় ব্যাপক নারী স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ।

▶        জীবন ও সম্পদহানি উল্লেখযোগ্য হারে হ্রাস। ঘূর্ণিঝড়ে জীবনহানির লক্ষের অংককে একক অংকে আনয়ন।